close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পাবনার বাংলাবাজারে মালা ও আইয়ুব শেয়ালের বিরুদ্ধে মানববন্ধন..

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
হয়রানিমূলক মামলা, জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

পাবনার বাংলাবাজার এলাকায় মালা খাতুন ও আইয়ুব ওরফে আইয়ুব শেয়ালের বিরুদ্ধে হয়রানি, জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির প্রতিব..

বক্তারা অভিযোগ করেন, মালা খাতুন পাবনা শহরের প্রায় সাড়ে ছয় হাজার বিঘা জমিকে নিজের দাবি করে এলাকা জুড়ে ত্রাস সৃষ্টি করেছেন। কোর্টের নাম ব্যবহার করে বসতভিটা উচ্ছেদের মিথ্যা নোটিশ পাঠিয়ে নিরীহ মানুষকে হয়রানি করছেন। অথচ তার নিজের নামে কোনো বসতভিটা নেই, তিনি অন্যের বাড়িতে ভাড়া থাকেন এবং ভাড়াও পরিশোধ না করে জোরপূর্বক দখল করে আছেন বলে অভিযোগ উঠে।

মানববন্ধনে আরও বলা হয়, মালা খাতুন ভাড়াটিয়া মাস্তান ব্যবহার করে একাধিকবার এলাকাবাসীর ওপর হামলা করেছেন। এসব ঘটনায় পাবনা সদর থানায় একাধিক মামলা হয়েছে।

মানববন্ধনে বক্তারা মালা খাতুন ও আইয়ুব শেয়ালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের গ্রেফতারের দাবি জানান। তারা বলেন, সাধারণ মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী “জমি দখল বন্ধ করো”, “মিথ্যা মামলা বাতিল করো”, “মালা-আইয়ুবকে গ্রেফতার করো”—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠেন।

No comments found