আজ শনিবার সকালে যমুনা সেতুর পশ্চিম পাশে কড্ডার মোড় এলাকায়, অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে যাত্রীরা কয়েকটি বাসে ভাঙচুর চালান।
ভুক্তভোগী এক যাত্রী বলেন "২০০ টাকার জায়গায় ১০০০ টাকা ভাড়া নিচ্ছে। আমরা সাধারণ মানুষ যাব কোথায়? পুলিশও কিছু বলছে না।"
এ ঘটনায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়, তবে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রীরা এখনও অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছেন রাস্তায়—কারো হাতে টাকা নেই, কারো মধ্যে ক্ষোভে ফুঁসে উঠছে প্রতিবাদ।
প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি। না হলে প্রতিবার ঈদের পর এমন ভোগান্তি অনিবার্য হয়ে উঠবে।