এমটিনিউজ২৪ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় এক নাগরিক অভিনব কৌশলে অবৈধ পণ্য পাচারের চেষ্টা করছিলেন। তিনি হুইল চেয়ারে বসে অসুস্থ রোগীর ছদ্মবেশ ধারণ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কাস্টমস কর্তৃপক্ষের তীক্ষ্ণ নজর এড়াতে পারেননি।
ঢাকা কাস্টম হাউসের অভিযানে তার কাছ থেকে ২০ কেজি কসমেটিকস, ৪ লিটার ম-দ, ৩টি মোবাইল ও ৭টি কাপড় উদ্ধার করা হয়।
কীভাবে ধরা পড়লেন এই চোরাচালানকারী?
সোমবার (১৭ মার্চ) ভারতের কলকাতা থেকে নজরুল হক নামের এক যাত্রী বিমানের সিসিইউ ইউনিটে করে ঢাকায় আসেন। তিনি হুইল চেয়ারে করে বিমানবন্দর ত্যাগের চেষ্টা করছিলেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের প্রিভেন্টিভ দল তার শরীর তল্লাশি চালায় এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা অবৈধ পণ্য উদ্ধার করে।
একজন কাস্টমস কর্মকর্তা জানান, "এখানে পণ্য উদ্ধারের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন লোক সিসিইউ রোগীর ছদ্মবেশ ধরে অবৈধ পণ্য বহন করছিলেন। এমন কাজের কারণে সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হন।"
আইনি পদক্ষেপ চলছে!
জব্দকৃত মালামাল এখন কাস্টমসের হেফাজতে রয়েছে। নজরুল হককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এই ঘটনা আবারও প্রমাণ করে, অবৈধ পণ্য পাচারের জন্য প্রতারকরা কতটা ধূর্ত ও অভিনব পন্থা অবলম্বন করতে পারে! তবে কাস্টমসের কঠোর নজরদারির ফলে এসব চক্র ধরা পড়বেই।