close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

অসুস্থ বিএনপি নেতার ভাইকে দেখতে ইউনাইটেড হাসপাতালে রফিকুল ইসলাম জামাল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে ইতিবাচক আলোচনা..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
রাজধানী ঢাকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল আজ রোববারের সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে উপস্থিত হন। তার সাক্ষাতের উদ্দেশ্য ছ..

 

রাজধানী ঢাকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল আজ রোববারের সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে উপস্থিত হন। তার সাক্ষাতের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রস্থ প্রবাসী এক বিশিষ্ট বিএনপি নেতার গুরুতর অসুস্থ ভাইকে দেখতে যাওয়া। ওই অসুস্থ ব্যক্তি হচ্ছেন মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার বড় ভাই, খলিলুর রহমান। খলিলুর রহমান ঝালকাঠির রাজাপুরের কাঠিপাড়া এলাকার সন্তান ও অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার। তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এই বিখ্যাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল সকালে হাসপাতালে গিয়ে তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন।

হাসপাতালে অবস্থানকালে রফিকুল ইসলাম জামাল অসুস্থ খলিলুর রহমানের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁদেরকে তিনি সান্ত্বনা দেয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য উজ্জ্বল আশা প্রকাশ করেন। এছাড়া, খলিলুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় আল্লাহর রহমত স্বরূপ দোয়া করেন। 

অন্যদিকে, সেলিম রেজা, যিনি বিএনপির নিউইয়র্ক মহানগর দক্ষিণ কমিটির সভাপতি, তার ভাইয়ের শারীরিক অবস্থার গুরত্বপূর্ণতা বুঝাতে গিয়ে দেশের ও দেশের বাইরের সকল সহকর্মী ও শুভ চান্দকদের উদ্দেশে তাদের সমর্থন ও দোয়া চেয়েছেন। তিনি আবেদন করেছেন, "আল্লাহর অশেষ কৃপার মাধ্যমে আমাদের ভাই দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসবেন বলে আমরা প্রার্থনা করছি।" 

বিপরীতে, রফিকুল ইসলাম জামালের ভাইকে হাসপাতালে দেখতে যাওয়া এবং তার সাথে থাকা সময়ের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, তার এই সহমর্মিতাপূর্ণ ও উদার দৃষ্টিভঙ্গি প্রশংসা পাচ্ছে। বিভিন্ন মন্তব্যে দুই নেতার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর গুরত্ব আরোপ করা হয়েছে। পরিবার থেকেও খলিলুর রহমানের সুস্থতার জন্য সকলের প্রতি দোয়ার আহ্বান জানানো হয়েছে। এমন যৌথ উদ্যোগ, সামাজিক আন্তরিকতার চিত্র স্পষ্ট করেছে।

Ingen kommentarer fundet


News Card Generator