close

লাইক দিন পয়েন্ট জিতুন!

অস্ত্রোপচার ছাড়াই ৬ সন্তানের জন্ম দিলেন চট্টগ্রামের মরিয়ম..

a m abdul wadud avatar   
a m abdul wadud
একে একে ছয় নবজাতক প্রসব করেন এই নারী। এর মধ্যে একজন ছেলে আর পাঁচজন মেয়ে শিশু।..

শনিবার (১০ মে) দুপুরে একে একে ছয় নবজাতক প্রসব করেন এই নারী। এর মধ্যে একজন ছেলে আর পাঁচজন মেয়ে শিশু। 

জানা গেছে, শনিবার বেলা ১টা ১৮ মিনিটের দিকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন মরিয়ম বেগম। আর তার ঠিক আধা ঘণ্টার মধ্যেই, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নাজনীন সুলতানার তত্ত্বাবধানে ফুটফুটে ছয় নবজাতকের জন্ম দেন তিনি। এ ঘটনায় হতভম্ব চিকিৎসক ও নার্সরা। 

হাসপাতাল সূত্র জানায়, শিশুগুলোর শারীরিক অবস্থা স্থিতিশীল। ওজনও সন্তোষজনক। যদিও সাবধানতার জন্যনবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

মরিয়মের এটাই প্রথম মাতৃত্ব নয়। এর আগেও তিনি জন্ম দিয়েছেন এক ছেলে ও এক মেয়ের। এই আনন্দঘন মুহূর্তে প্রবাসে  থাকায় মা ও শিশুদের পাশে ছিলেন না মরিয়মের স্বামী নূর আহমেদ। তবে হাসপাতালে ছিলেন নূর আহমেদের বাবা মঞ্জুরুল আলম। তবে তিনি যিনি আপাতত গণমাধ্যমের মুখোমুখি হতে চাননি।

হাসপাতালে ভর্তিদানকারী কর্মকর্তা শাহদাত হোসেন বলেন, নগরের হিলভিউ আবাসিকের বাসিন্দা  মরিয়ম বেগম দুপুরে ব্যথা নিয়ে ভর্তি হলে লেবার কক্ষে নিয়ে যাওয়া হয়। পরে নাজনীন ম্যাডামের তত্ত্বাবধানে ছয়টি বাচ্চার জন্ম হয়। প্রত্যেক বাচ্চার ওজন মোটামুটি স্বাভাবিক। তাদের এনআইসিইউয়ে রাখা হয়েছে।

 

没有找到评论


News Card Generator