close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

অসহায়দের পাশে সাংবাদিকরা, কালিগঞ্জে কম্বল বিতরণ

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

অসহায়দের পাশে সাংবাদিকরা, কালিগঞ্জে কম্বল বিতরণ

অসহায় শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কম্বল বিতরণ করেছে সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী, দুস্থ, এতিম ও বয়স্ক মানুষের হাতে কম্বল তুলে দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার।
এ সময় তিনি বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় শীতার্ত মানুষকে উষ্ণতা প্রদানের লক্ষ্যে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মহৎ ও প্রশংসনীয় কাজ।
নিজস্ব অর্থায়নে পরিচালিত এ মানবিক কার্যক্রমের জন্য উপজেলা নির্বাহী অফিসার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের সমাজকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সহ-সভাপতি সহকারী অধ্যাপক জেহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, অর্থ সম্পাদক মো. শের আলী, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জামাল উদ্দীনসহ সদস্য ও সাংবাদিকবৃন্দ।

نظری یافت نشد


News Card Generator