অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।..

 অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভ্রাম্যমান আদালতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার(১৭ জুন) সকালে শ্যামনগর উপজেলা সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। 

উপজেলার চৌরাস্থা সংলগ্ন প্রমিজ সুইটস, মিষ্টি মহল, সাতক্ষীরা ঘোষ ডেয়ারী সহ অন্যান্য দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মিষ্টি মহল ও প্রমিজ সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা সহ আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পঁচা, বাসি, মেয়াদ উত্তির্ণ দ্রব্য জনস্মুখে নষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার প্রমুখ।

ছবি- শ্যামনগরে মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন ইউএনও রণী খাতুন।

 

Ingen kommentarer fundet