close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

অর্থের অভাবে বন্ধ সাংবাদিক মাসুদের চিকিৎসা, চান সরকারি ও বিত্তবানদের সহযোগীতা।..

abul hasan avatar   
abul hasan
অর্থের অভাবে বন্ধ সাংবাদিক মাসুদের চিকিৎসা, চান সরকারি ও বিত্তবানদের সহযোগীতা।..

 

গত ২০শে মার্চ ২০১৪সালে সড়ক দুর্ঘটনায় ডান পায়ে আগত পেয়ে আহত প্রায়, ১১ বছর থেকে, করাতে পারছেনা অস্ত্রোপচার সে  "দৈনিক বাংলাদেশ সমাচার" ও "দৈনিক নবতাদন" পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি। সাংবাদিক মাসুদ দীর্ঘদিন ধরে তিনি ভুগছেন বিনা চিকিৎসায়। তার পরিবারে বর্তমানে উপার্জনক্ষম আর কেউ নেই। এ অবস্থায় তার পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানসহ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পরিবার।


সাংবাদিক মাসুদ প্রথম সারির একাধিক গণমাধ্যমে ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে ছিলো । সেও কয়েক বছর থেকেই আহত চলাচল করতে পারেন না।  দীর্ঘদিন অসুস্থতার কারণে খেয়ে না খেয়ে দিন পার করছে এই সাংবাদিক পরিবার। এরইমধ্যে চিকিৎসার খরচ জোগাতে নিজ গ্রামের জমিটুকু বিক্রি করে দিতে হয়েছে। 


বর্তমানে তিনি জাতীয় অর্থাপেডিক হাসাপাতালে ভর্তি রয়েছেন। এর আগে রংপুর মেডিকেল চিকিৎসাধীন রয়েছিল উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থাপেডিক হাসপাতালে রেফাড করেন, বর্তমানে অর্থের অভাবে উন্নত চিকিৎসা করানো আর সম্ভব হচ্ছে না।


জাতীয় অর্থাপেডিক হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মাসুদ  বলেন, ‘আমাদের ভিটেবাড়িসহ যা ছিল, সব বিক্রি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এখন আর পারছি না। কী করবো, কিছুই বুঝতে পারছি না। জরুরিভাবে আবারো অপারেশন করাতে হবে বলছেন এখানকার চিকিৎসকরা। কিন্তু বর্তমানে কোনোভাবেই কিছু করতে পারছি না।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator