ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট তথা এজবাস্টন ম্যাচের জন্য গতকাল (৩০ জুন) একাদশ ঘোষণা করে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশ ই খেলছে দ্বিতীয় টেস্টে। বুধবার (২ জুলাই) শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট জিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড।
একের পর এক ইনজুরির কারণে ২০২১ সালের ফেব্রুয়ারির পর আর টেস্ট খেলেননি আর্চার। তবে গত সপ্তাহে আর্চার প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরেন সাসেক্সের হয়ে। বল হাতে একটি উইকেটও নেন ৩০ বছর বয়সি এই পেসার।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং ও শোয়েব বাশির।