close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

অনুপস্থিতিতে মৃ'ত্যুদ'ণ্ড ‘অন্যায্য’: হাসিনা রায়ে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন শশী থারুর..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Shashi Tharoor called the death sentence given to former Bangladesh PM Sheikh Hasina in absentia "very troubling" and unjust.

ভারতের প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুপস্থিতিতে দেওয়া মৃত্যুদণ্ডাদেশকে 'খুবই উদ্বেগজনক' আখ্যা দিয়ে দেশের অভ্যন্তরে ও বিদেশে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর, বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের জ্যেষ্ঠ কংগ্রেস নেতা শশী থারুর। তিনি এই রায়কে 'খুবই উদ্বেগজনক অগ্রগতি' হিসেবে চিহ্নিত করেছেন এবং স্পষ্ট জানিয়েছেন যে, তিনি দেশ বা বিদেশে কোথাও মৃত্যুদণ্ডের নীতিতে বিশ্বাসী নন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শশী থারুর বলেন, "ঘরোয়াভাবে এবং আন্তর্জাতিকভাবে—আমি কোথাও মৃত্যুদণ্ডে বিশ্বাস করি না, তাই এই বিষয়টি আমাকে বিশেষভাবে হতাশ করেছে।" তিনি বিচারিক নৈতিকতা ও ন্যায্যতার প্রশ্নে উদ্বেগ প্রকাশ করে বলেন, "অনুপস্থিতিতে বিচার, যেখানে অভিযুক্ত ব্যক্তি নিজেকে রক্ষা করার বা ব্যাখ্যা করার সুযোগ পান না এবং তারপরে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়, তা অত্যন্ত ত্রুটিপূর্ণ।"

যদিও অন্য কোনো দেশের বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করা তাঁর জন্য সঠিক নয় বলে তিনি উল্লেখ করেন, তবুও তিনি এই রায়কে 'ইতিবাচক কোনো ঘটনা নয়' বলে মন্তব্য করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। রায় ঘোষণার সময় শেখ হাসিনা ভারতে নির্বাসনে ছিলেন এবং তাঁর বিরুদ্ধে অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন করা হয়েছে। থারুরের এই মন্তব্য শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত বিতর্কিত রায়টির আন্তর্জাতিক বৈধতা ও নৈতিক দিক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Комментариев нет


News Card Generator