close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

অনুমতি ছাড়া কমিটিতে নাম অন্তর্ভুক্ত: “সিলেট রক্তের অনুসন্ধানে আমরা”-এর কাছে ব্যাখ্যা UBDS এর..

Nahim Miah avatar   
Nahim Miah
অনুমতি ছাড়া কমিটিতে নাম অন্তর্ভুক্ত: “সিলেট রক্তের অনুসন্ধানে আমরা”-এর কাছে ব্যাখ্যা চেয়েছে নিবন্ধিত সংগঠন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি (UBDS)...

সিলেট | বিশেষ প্রতিনিধি


ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী কাউন্সিলের সম্মানিত সদস্য ও কার্যকরী পরিষদের স্বাস্থ্য ও ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক জনাব আকরাম খান বাপ্পিকে সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তির পূর্বানুমতি ব্যতীত “সিলেট রক্তের অনুসন্ধানে আমরা” নামক একটি সংগঠনের কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে—যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি।

সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের কার্যক্রম অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এটি একটি সামাজিক সংগঠনের দায়িত্বশীলতা ও নৈতিকতার পরিপন্থী এবং সামাজিক সংগঠনের অবক্ষয়েরই পরিচয় বহন করে। ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি কোনোভাবেই একটি সামাজিক সংগঠন থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যাশা করে না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী কাউন্সিলের কোনো সদস্য অন্য কোনো সামাজিক সংগঠনের কোনো ধরনের কমিটিতে অন্তর্ভুক্ত থাকতে পারবেন না। এই সুস্পষ্ট নীতিমালা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট সংগঠনের এমন সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ।

এ প্রেক্ষিতে “সিলেট রক্তের অনুসন্ধানে আমরা” নামক সংগঠন কেন এবং কোন যুক্তিতে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির নির্বাহী কাউন্সিলের সদস্য জনাব আকরাম খান বাপ্পির নাম তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছে—সে বিষয়ে যথাযথ ও সন্তোষজনক ব্যাখ্যা দাবি করা হয়।

বিবৃতিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করা না হলে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি তাদের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় যে কোনো ধরনের সাংগঠনিক পদক্ষেপ গ্রহণে বাধ্য থাকবে।

Nenhum comentário encontrado


News Card Generator