*ওয়াসার খোঁড়াখুঁড়িতে খুলনায় দোকান ও ভবন ক্ষতিগ্রস্ত, ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা*
খুলনা প্রতিনিধি:
খুলনা শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াসার খোঁড়াখুঁড়ির কারণে আশপাশের দোকান ও ভবন ভেঙে পড়েছে। ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। ক্ষতির পরিমাণ বাড়তে থাকায় দোকানদারদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে।
স্থানীয় এক হোটেল ব্যবসায়ী জানান, “ইনকাম নাই, দোকানে দুইজন কর্মচারী আছে, তাদের প্রতিদিন ১৪০০ টাকা বেতন দিতে হয়। দোকান ১০-১২ দিন ধরে বন্ধ ছিল।” তিনি আরও জানান, “রাস্তার এক পাশে চারটি ও অপর পাশে তিনটি দোকান ভেঙে গেছে।”
অপর এক ব্যবসায়ী বলেন, “ওয়াসার লোকদের জিজ্ঞাসা করলে তারা শুধু বলেন, আমরা ঠিক করে দিব। আগামী বৃহস্পতিবার তাদের সঙ্গে বসার কথা আছে। যদি তারা আমাদের দোকান ঠিক করে দেয়, তাহলে মেনে নেব। তা না হলে আমরা দোকানদাররা মিলে আগামী রবিবার থেকে আন্দোলনে যাব এবং যতদিন দাবি মানা না হবে, ততদিন ওয়াসার কাজ বন্ধ থাকবে।”
এ বিষয়ে ওয়াসার দায়িত্বপ্রাপ্ত কর্মী মো. রায়হান শেখ জানান, “ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে ভীম বা গ্রেটিং নেই। বৃষ্টির জন্য সমস্যাটা আরও বেড়েছে। দোকানগুলোর নির্মাণ কাঠামো দুর্বল হওয়ায় এই ক্ষতি হয়েছে।”
ব্যবসায়ীরা বলছেন, দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্গঠনের ব্যবস্থা না নিলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। স্থানীয় বাসিন্দারাও দুর্ভোগে পড়েছেন।