শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
১৯৭৪ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘নলকুড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা’র নব-নির্মিত তিনতলা বিশিষ্ট ভবনের ভিতের ঢালাই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি '২৬) সকাল সাড়ে দশটায় মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে নতুন এই ভবন নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়।
মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির উপদেষ্টা মোঃ জিয়াদ আলী মোড়ল নির্মাণ সামগ্রী ঢেলে ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে নির্মাণ সামগ্রী ঢেলে অংশ নেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন, সিনিয়র সহ-সভাপতি শেখ আবু তাহের, সহ-সভাপতি শেখ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও আইনিউজবিডি'র সিনিয়র স্টাফ রিপোর্টার শেখ আমিনুর হোসেন, যুগ্ম সম্পাদক শেখ সাদী হসান, উপদেষ্টা শেখ সাইফুল হাসান খোকনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঢালাই কার্যক্রম শুরুর আগে ভবনটির সাফল্য ও স্থায়িত্ব কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোঃ মোস্তাফিজুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেসার্স হোসেন কনস্ট্রাকশনের কর্ণধর আলহাজ্ব তোফাজ্জেল হোসেন, মোঃ শওকাত আলী, মীর হায়দার আলী, আব্দুল্লাহ সরদার, শরিফুজ্জামান মিঠু, মোঃ বাদশা ফয়সাল প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন বলেন, দ্বীনি শিক্ষার প্রসারে এই বহুতল ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদ্রাসার এই বৃহৎ নির্মাণ কাজ সম্পন্ন করতে সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা প্রয়োজন। যে কেউ এই নেক কাজে শরিক হতে চাইলে মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট-অ্যাকাউন্টের নাম: “নলকুড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রসা”, ডাচ বাংলা ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখা, অ্যাকাউন্ট নাম্বার: ১৮০১৫৯০০৪৫৩৫০ অথবা বিকাশ/নগদ নাম্বার: ০১৭১৯৭১৬০৭০-এ যোগাযোগ বা অনুদান পাঠাতে পারবেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হবে।



















