ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী ধলিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে। ঈদের নামাজে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
ঈদের জামাত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল বলেন, "মহান সৃষ্টিকর্তার প্রতি লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের সুন্দর পরিবেশে, সুন্দর আবহাওয়ার মাঝে ঈদের জামাত আদায়ের সুযোগ করে দিয়েছেন।"
তিনি আরও বলেন, “আয়োজনে যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি। আগামী ঈদে সকলের পরামর্শ ও সহযোগিতায় পূর্ববর্তী ভুলত্রুটি শুধরে আরও ভালো আয়োজন করতে বদ্ধপরিকর।”
রকিবুল হাসান খান রাসেল আশা প্রকাশ করেন, "ঈদ আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়। সেই আলোকে আমরা একত্রে কাজ করে সন্ত্রাস, মাদক ও বৈষম্য মুক্ত একটি মানবিক, ইনসাফনির্ভর সমাজ গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে কাজ করে যাবো।"
উল্লেখ্য, ধলিয়া ঈদগাহ মাঠটি স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে ঈদের অন্যতম বৃহৎ জামাতস্থল হিসেবে পরিচিত। প্রতি বছরই এখানে বিপুল মুসল্লিদের অংশগ্রহণে ঈদের জামাত হয়ে থাকে।
স্থানীয়রা আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সুন্দর ও পরিপাটি আয়োজনের মাধ্যমে ঈদের প্রকৃত আনন্দ আরও উপভোগ্য হয়েছে।