ঈদের আনন্দকে কেন্দ্র করে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান বামনী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী ২০২৫।
সোমবার (৯ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এই অনুষ্ঠানটি পরিণত হয় প্রাক্তনদের মিলনমেলায়। গেটের সামনে লেখা ছিল হৃদয়ছোঁয়া স্লোগান:
“ঈদ মানে আনন্দ, ঈদ মানে বাঁধন, প্রাক্তনদের মিলন হোক চিরায়ত বন্ধন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও চরকাঁকড়া একাডেমি হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন কাজী বেলাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেছবাহ উদ্দিন এবং হাজারীহাট বিএম কলেজের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান টিপু।
১৯১৪ সালে প্রতিষ্ঠিত বামনী উচ্চ বিদ্যালয় (EIIN: 107329) কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম প্রাচীন ও গৌরবময় শিক্ষাপ্রতিষ্ঠান। এক শতাব্দীর বেশি সময় ধরে এ বিদ্যালয় দেশ-বিদেশে কৃতিত্ব অর্জনকারী অসংখ্য গুণীজনের জন্ম দিয়েছে।
দিনব্যাপী আয়োজিত এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন প্রায় ২০০ জন প্রাক্তন শিক্ষার্থী। তাঁদের অনেকেই বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের দুলাল স্বাগত বক্তব্যে প্রাক্তনদের অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের উন্নয়নে তাঁদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীরা:
- প্রফেসর আব্দুর রহিম, সাবেক উপাধ্যক্ষ, চৌমুহনী এসএ কলেজ
- সাদাত হোসেন টিটু, অফিসার ইনচার্জ, গোয়েন্দা বিভাগ, লক্ষ্মীপুর
- আব্দুল করিম সাথী, বিশিষ্ট ব্যবসায়ী
- সাইফুদ্দিন, ডেপুটি ম্যানেজার, SGS BD Ltd., চট্টগ্রাম
- আজিজুল হক ভিপু, সহকারী অধ্যাপক, আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- মোঃ আবুল বাশার, ম্যানেজার, সোনালী ব্যাংক, বসুরহাট
- ড. আবিদুর রহমান, সহকারী অধ্যাপক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- ফজলুর রহমান ফয়সাল, এডিশনাল এসপি, বাংলাদেশ পুলিশ
- আজগর আলী, উপসচিব ও ইনচার্জ, রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প
পুরো স্কুল প্রাঙ্গণজুড়ে ছিল প্রাক্তনদের প্রাণের উচ্ছ্বাস, বন্ধুত্বের উষ্ণ আলিঙ্গন ও আনন্দঘন ছবি তোলার মুহূর্ত।
মধ্যাহ্নভোজের মাধ্যমে সকলে মিলিত হন এক অনন্য সম্প্রীতির বন্ধনে, যা ছিল বহুদিনের স্মৃতি রোমন্থনের এক অবিস্মরণীয় উপলক্ষ।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের একটি স্থায়ী সংগঠন গঠনের ঘোষণা দেওয়া হয়। এ সংগঠনের মাধ্যমে ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়ন, সামাজিক উদ্যোগ ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঈদ পুনর্মিলনী উপলক্ষে শতবর্ষী বামনী উচ্চ বিদ্যালয় রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়—যেখানে ছিল ভালোবাসা, কৃতজ্ঞতা ও ভবিষ্যতের প্রতিশ্রুতি। এটি ছিল শুধুমাত্র একটি পুনর্মিলনী নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষা, মূল্যবোধ ও ঐতিহ্যের এক গর্বিত সেতুবন্ধন।