close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঐক্যবদ্ধ জনগণই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ দেখাবে, জোনায়েদ সাকি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জোনায়েদ সাকি বললেন, জনগণের ঐক্যই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করবে। ককটেল হামলার ভয় দেখিয়েও আন্দোলন থামানো যাবে না।..

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ জনগণই আগামীতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করবে—এমন দৃঢ় বার্তা দিয়ে রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

মঙ্গলবার (১৮ জুন) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই অভ্যুত্থানে’ নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, মানুষ বুলেটের সামনে দাঁড়িয়ে দেশ থেকে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। মানুষ ঐক্যবদ্ধ হয়েছে—এই ঐক্যই দেশে নতুন রাজনৈতিক পথ দেখাবে।

তার বক্তব্যে উঠে আসে জনগণের আত্মত্যাগ, সাহসিকতা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ক্রমবর্ধমান অসন্তোষ। তিনি আরও বলেন, “অভ্যুত্থানের পরাজিত শক্তি আজও জনগণের অর্জনকে ধ্বংস করতে চায়। তারা ষড়যন্ত্র করছে, ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, আতঙ্ক তৈরি করছে।"

তিনি উদাহরণ দেন সোমবার রাতের এক ঘটনার—“গতকাল রাতে গণসংহতির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। উদ্দেশ্য একটাই—মানুষকে ভয় দেখানো, আন্দোলন থামিয়ে দেওয়া। কিন্তু জনগণ আর ভয় পায় না।"

সাকি স্পষ্ট করে বলেন, যারা দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। “যারা ষড়যন্ত্রে লিপ্ত, তারা দেশের শত্রু। ফ্যাসিবাদের দোসরদের বিচারের মুখোমুখি করতেই হবে।"

তিনি বলেন, এই ষড়যন্ত্র যতই জটিল হোক, জনগণ তা রুখে দাঁড়াবে। “মানুষ আজও সেই ‘জুলাই অভ্যুত্থান’-এর চেতনা ধারণ করে সামনে এগিয়ে চলেছে। সেই চেতনার শক্তিই আমাদের হাতিয়ার।"

‘জুলাই অভ্যুত্থান’-এর শহীদদের স্মরণে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, এবং অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদদের আত্মত্যাগের গুরুত্ব এবং তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

জোনায়েদ সাকির এই বক্তব্য স্পষ্ট বার্তা দেয়—জনগণই দেশের মূল চালিকাশক্তি। ভয়, ষড়যন্ত্র কিংবা হামলা দিয়ে আন্দোলনের শক্তিকে দমন করা যাবে না। যারা গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের পক্ষে, তারা আজ ঐক্যবদ্ধ।

এখন সময় নতুন রাজনৈতিক বন্দোবস্তের। নেতৃত্ব দেবে জনগণ—সেটাই সাকির স্পষ্ট বার্তা।

לא נמצאו הערות


News Card Generator