close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

অবশেষে প্রবেশপত্র পেল উখিয়ার আলোচিত সেই ১৩ এসএসসি পরিক্ষার্থী।..

Tariqul Taj avatar   
Tariqul Taj
কক্সবাজার জেলা প্রতিনিধি

অবশেষে প্রবেশপত্র পেল উখিয়ার আলোচিত সেই ১৩ এসএসসি পরিক্ষার্থী।

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যাপিঠের ১৩ শিক্ষার্থীকে অবশেষে প্রবেশপত্র দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

মানবিক দিক বিবেচনা করেই শিক্ষা বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন উখিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ।

এই শিক্ষা কর্মকর্তা আই নিউজকে জানায়, ‘হলদিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যাপিঠের ১৩ শিক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই তারা পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে যে একটি পরিক্ষা হয়ে গেছে সেই পরিক্ষাটি সামনে বছর পুনরায় তাদের দেওয়া লাগবে। আশাকরি বাকি পরিক্ষাগুলো তারা অনেক ভালোভাবে দিবে।'

উল্লেখ্য, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যাপিঠের ১৩ জন শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় তারা এবছরের মাধ্যমিক পরিক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। বিদ্যালয়ের শিক্ষকদের গাফিলতির কারনে শিক্ষার্থীদের এমন দূর্ভোগের সম্মুখীন হতে হয়েছে। তাই পরিক্ষার দিন সকালে ক্ষুব্ধ এলাকাবাসি এবং শিক্ষার্থীদের অবিভাবকেরা বিদ্যালয়টির সামনে অবস্থান নেয় এবং ভাংচুর চালায়। একপর্যায়ে উখিয়া থানা পুলিশ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছিলো।

No comments found