ঢাকা, ৬ জুন ২০২৫ (শুক্রবার):
আজ ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে রাজধানীর কেরানীগঞ্জের ওয়াশপুর এলাকা থেকে প্রায় ৯ হাজার লিটার অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে একটি মদ তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ সরঞ্জামাদি ও কাঁচামাল জব্দ করা হয়েছে।
সেনাবাহিনীর সাইন্সল্যাব আর্মি ক্যাম্প থেকে পরিচালিত এ অভিযানটি শুরু হয় আনুমানিক রাত ১টা ৩০ মিনিটে। অভিযানকালে ঘটনাস্থল থেকে “মিস্টার লু” নামে এক বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যিনি সরাসরি মদ উৎপাদনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা একটি লাইটার তৈরির কারখানার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ উৎপাদন করে আসছিল। অভিযানে উদ্ধার হওয়া মদদ্রব্যের মধ্যে রয়েছে ৮৪০০ লিটার অপরিশোধিত মদ এবং ২২০ লিটার বোতলজাত ফার্মেন্টেড মদ। এছাড়াও, মদ তৈরির বিভিন্ন রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতিও জব্দ করা হয়েছে।
অভিযান শেষে কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে এবং আটক বিদেশিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী কার্যক্রমে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের উদ্দেশে আহ্বান জানানো হয়েছে, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে।



















