এদিকে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রাশেদ মামুন অপু এক পোস্ট করে জানিয়েছেন যে, সমু চৌধুরী অভিনয়শিল্পী সংঘের তত্ত্বাবধানে আছেন।তিনি পোস্ট করে লিখেছেন, ‘সমু চৌধুরী আমাদের প্রিয় সমু'দা এখন আমাদের অর্থাৎ অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর তত্ত্বাবধানে আছেন। খবর পাওয়ার সাথে সাথে সংগঠন থেকে দ্রুত খোঁজ খবর নেয়া হয়েছে।’ঢাকায় নিয়ে আসার কথা উল্লেখ করে রাশেদ মামুন অপু বলেন, ‘আপাতত আমরা তাঁকে পাশ্ববর্তী নিরাপদ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারিরীক অবস্থার উপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে।’শেষে লিখেছেন, ‘তাঁর পরিবারের সাথেও যোগাযোগ করা হচ্ছে। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের বিশেষ তত্বাবধানে ব্যাবস্থা করা হচ্ছে। আমরা সবাই সমুদা'র জন্য দোয়া করি, ধন্যবাদ।’
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Walang nakitang komento