close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ওয়াসিমের নজর এবার আইসিসির মাসসেরা খেতাবের দিকে

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে এখন নতুন এক মঞ্চে আলো ছড়াতে প্রস্তুত মোহাম্মদ ওয়াসিম..

দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ সেরা হওয়ার পর এবার আইসিসির মে মাসের মাসসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আছেন সংযুক্ত আরব আমিরাতের এই ব্যাটার।

ওয়াসিম তিন ম্যাচের সিরিজে করেন ১৪৫ রান, যার মধ্যে ছিল দুটি ঝলমলে ফিফটি। দ্বিতীয় ম্যাচে মাত্র ৪২ বলে খেলা তাঁর ৮২ রানের ইনিংসেই ২০৬ রানের বিশাল লক্ষ্য টপকে যায় আমিরাত। এই ইনিংসই তাঁকে এনে দিয়েছে মাসসেরা মনোনয়ন।

তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্যাকমুলান এবং যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার—তিনজনই আইসিসির সহযোগী দেশগুলোর প্রতিনিধিত্ব করছেন।

জয়ী হলে ওয়াসিম হবেন প্রথম ক্রিকেটার, যিনি সহযোগী দেশ হয়েও একাধিকবার আইসিসির মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাবেন। এর আগে তিনি ২০২৪ সালের এপ্রিলে এই খেতাব জিতেছিলেন। তাঁর আগে এই তালিকায় ছিলেন কেবল নেপালের সন্দীপ লামিচানে (সেপ্টেম্বর ২০২১)।

Ingen kommentarer fundet