close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছরের মিলনমেলা অনুষ্ঠিত..

Ranajit Barman avatar   
Ranajit Barman
যারা সম্মানে ও জ্ঞানে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারাই সফল।  কেউ অনেক টাকার মালিক মানে সে সফল এই ধারানাটা ভূল।..

শ্যামনগর নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছরের মিলনমেলা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ  যারা সম্মানে ও জ্ঞানে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারাই সফল।  কেউ অনেক টাকার মালিক মানে সে সফল এই ধারানাটা ভূল।  আমরা এমন বাংলাদেশ চাই যেখানে নৈতিকতা, ন্যায় ও জ্ঞানই হবে আমাদের চালিকা শক্তি।  সোমবার (৯জুন) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছরের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা গুলি বলছিলেন।  তিনি বলেন আমাদের সন্তানদেরকে আগামীর দেশের নেতা,সমাজের নেতা এবং নেতৃত্বে যোগ্যতায় আমরা তাদেরকে গড়ে তুলব।  প্রধান অতিথি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন এই স্কুল থেকে যারা জ্ঞান অর্জন করেছেন সম্মানিত হয়েছেন তাদের থেকে অনুপ্রাণিত হতে হবে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব ড.শেখ আব্দুর রশিদ।   বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান  ড.মুহাম্মদ আব্দুল মজিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
   বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার,  খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর মোসাম্মাৎ আসমা বেগম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। 

  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন, মাধ্যমিক ও উচ্চ বিভাগ খুলনার উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, সাতক্ষীরা জেলা  শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা প্রমুখ। 

পরে প্রধান অতিথি  বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন শ্যামনগর উপজেলার চন্ডিপুর এলাকায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে অস্থায়ী সংরক্ষণাগার হিসাবে ব্যবহ্নত জামেয়া হাম্মাদিয়া মাদ্রাসা পরিদর্শন করেন।   এ সময় তিনি সাংবাদিকদের বলেন এবার বিনামূল্যে লবন সরবরাহের মাধ্যমে সরকার চামড়া মজুদ উপযোগী করার পরিবেশ তৈরী করে দিয়েছেন।  এই সুযোগকে কাজে লাগিয়ে সংরক্ষিত চামড়া সুবিধাজনক সময়ে বাজারজাত করণের মাধ্যমে ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন।  

এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন আগামী দুই সপ্তাহের মধ্যে সাতক্ষীরা ভেটখালী সড়কের কাজ শুরু হবে।  

নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে বিকাল পর্যন্ত স্মৃতিচারণ অনুষ্ঠান করা হয় এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।  এছাড়া সকালে প্রধান অতিথি  একটি স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।  

ছবি- শ্যামনগর নরেনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে ৭০ বছরের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।   

 

 

Комментариев нет