নূন্যতম ঐক্যমত ছাড়া গনতান্ত্রিক উত্তরন সম্ভব নয় :ইলিয়াস হোসেন মাঝি 
মোঃ আজিম হোসেন, 
অন্তর্বর্তী কালীন সরকারকে জনগণের ন্যায্য দাবি পূরণ ও বাস্তব সংকট সমাধানের সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তরুণ রাজনীতিবিদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি। মঙ্গলবার( ২৭ মে) এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাবেক এ  ছাত্রনেতা  আরো বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য গনতান্ত্রিক সংস্কারে যেতে হবে বর্তমান সরকারকে। নূন্যতম ঐক্যমত ছাড়া গনতান্ত্রিক উত্তরন সম্ভব নয়।
তরুণ প্রজন্মের প্রতিনিধি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, প্রশাসন সহ নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন। প্রয়োজনীয় সংস্কার শেষ করুন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট একটি সময়সীমা ঘোষণা করুন।
জনপ্রিয় সংবাদপত্র
            
            ×
        
        
     'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			