close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নতুন কাব্যগ্রন্থ ‘ভালোবাসি কাঠগোলাপ’ : ভালোবাসা ও দুঃখের রূপকথা..

Asraful Alam avatar   
Asraful Alam
প্রতিবেদক:আশরাফুল আলম

 

আধুনিক কাব্যচর্চায় নতুন সংযোজন হিসেবে প্রকাশিত হলো মোঃ আব্দুল্লাহ’র কাব্যগ্রন্থ ‘ভালোবাসি কাঠগোলাপ’। নামের মতোই বইটিতে ভালোবাসা, দুঃখ, বেদনা আর মানুষী অনুভবের স্নিগ্ধ রঙে রাঙানো হয়েছে প্রতিটি কবিতা।

কবি সরল অথচ গভীর শব্দচয়নে নির্মাণ করেছেন আবেগের অনন্য জগৎ। কোথাও তিনি লিখেছেন—

“কী দিয়ে দিবো তোর ভালোবাসার দাম,
আমার প্রতিটি অঙ্গে অঙ্গে লেখা থাক তোর নাম।”


আবার অন্যত্র দেখা যায় ভালোবাসার বেদনাময় চিত্র—

“আমি পৃথিবীতে এসে যে দুঃখ না পেয়েছি,
তাকে ভালোবেসে সেই দুঃখ পেয়েছি।”


এইসব পঙ্‌ক্তি পাঠকের হৃদয়ে একদিকে কোমল ভালোবাসার পরশ বুলিয়ে দেয়, অন্যদিকে শিখিয়ে যায় দুঃখের গভীরতাও।

কবি মোঃ আব্দুল্লাহ’র বিশ্বাস, প্রতিটি পাঠক বইয়ের প্রতিটি কবিতায় নিজেদের খুঁজে পাবেন না ঠিকই, কিন্তু কিছু কিছু লাইন তাদের শেখাবে ভিন্নভাবে ভালোবাসা আর জীবনকে বুঝতে।

Ingen kommentarer fundet


News Card Generator