রিপোর্ট মেহেদী হাসান: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী সদর উপজেলা শাখার উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ইয়াতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে আয়োজিত এই অনুষ্ঠানে অসহায় মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলার আমীর মাহফুজ ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা আমীর মাওলানা মোছলেহউদ্দীন।
প্রধান আলোচকের বক্তব্যে জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন বলেন, "শহীদদের ত্যাগ শুধু স্মরণ করলেই হবে না, বরং জনকল্যাণমূলক কাজে অংশ নিয়েই তাদের আদর্শকে বাঁচিয়ে রাখতে হবে। আজকের এই কর্মসূচি সেই চেতনারই অংশ।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মো. ইব্রাহিম ভূঁইয়া এবং জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক আমীরুল ইসলাম।
বক্তারা বলেন, "জুলাই-আগস্টের গণআন্দোলন দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই আন্দোলনের শহীদদের সম্মানে গরিব-দুঃস্থদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব।"
অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।



















