নরসিংদীতে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা

রিমন হোসেন avatar   
রিমন হোসেন
নরসিংদীর মাধবদীর ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষ করে ফেরার পথে, চাঁদাবাজদের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা।..

নরসিংদীর মাধবদীর ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষ করে ফেরার পথে, চাঁদাবাজদের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। আজ সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। ড্রিম হলিডে পার্কের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসেসিয়েশন-ক্র্যাবের বাস রাখা ছিলো। সাংবাদিকরা ফেরার জন্য উদ্যত হলে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্র‍্যাব সদস্যদের উপর স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালায়। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে গুরুতর অবস্থা ৪ জনের। চাঁদাবাজরা ঠিক কতটা বেপরোয়া হয়ে উঠলে সাংবাদিকদের ওপরও হামলা করে সেটাই চিন্তা করছি। এদের ব্যাকআপ কতটা শক্তিশালী সেটা বুঝতেও আর বাকি নেই। দেশের নিদারুণ বাস্তবতায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বেশিরভাগই পার পেয়ে যাবে জানি! তারপরও বোকার মতো এর বিচার চাই, তারা যেই দল আর আদর্শেরই হোক না কেন, সবগুলোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। নতুবা পার পেয়ে যাওয়ার পর এরা প্রত্যেকে যে আরও কয়েকগুণ বেপরোয়া হয়ে উঠবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই!

Nenhum comentário encontrado


News Card Generator