নরসিংদীতে র‍্যাবের অভিযানে হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নরসিংদীতে র‍্যাবের অভিযানে হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার..

রিপোর্ট মেহেদী হাসান: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর সিপিএসসি নরসিংদীর একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন একাধিক মামলার আসামি ও নরসিংদী হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল মিয়া (৪২)। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ জুন) দুপুরে সদর উপজেলার আল্লাহ চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃত রাসেল মিয়া নরসিংদী সদর উপজেলার পশ্চিম কান্দাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল কাশেম। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১ এর সিপিএসসি ক্যাম্প কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা, পিপিএম-সেবা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—২০১৭ সালের ১৮ মার্চ মাদক নিয়ন্ত্রণ আইনের অধীনে নরসিংদী মডেল থানায় রাসেল মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৩১/২০১৭)। মামলার পর আদালতের নির্দেশে তিনি কারাগারে থাকলেও ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান।

পলায়নের ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৩৩/২৩৫, তারিখ-২১/০৭/২০২৪)। মামলায় পেনাল কোডের ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩৭৯/৩৮০/২২৪/২২৫ ধারাসমূহে অভিযোগ আনা হয়েছে।

র‍্যাব জানায়, আত্মগোপনে থাকা অবস্থায় রাসেল মিয়া বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে নিজেকে আড়াল করার চেষ্টা করেন। তবে অব্যাহত গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে র‍্যাব-১১ এর দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর রাসেলকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

No comments found


News Card Generator