রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীতে র্যাব-১১-এর সিপিএসসি ক্যাম্পের বিশেষ অভিযানে ১১ কেজি শুকনো গাঁজা এবং দুটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সাহেপ্রতাব মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম জাহিদ (২১) জামালপুর সদর উপজেলার গোতাশিমলা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার কামরাঙ্গীরচরের খলিল মাস্টারের বাড়িতে বসবাস করতেন।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক জাহিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি নিয়মিতভাবে গাঁজা সরবরাহ করতেন এবং নরসিংদীসহ আশপাশের এলাকায় তা বিস্তার করছিলেন।
অভিযান পরিচালনা করেন র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা, পিপিএম (সেবা)। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ আরও জানায়, মাদক, অস্ত্র, অপহরণ, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে আসছে বাহিনীটি। "বাংলাদেশ আমার অহংকার" স্লোগানকে সামনে রেখে র্যাব দেশের প্রতিটি প্রান্তে নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।