রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বেলাব থানার এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঢাকা–সিলেট মহাসড়ক ও বেলাব থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় লাবিবা বাস কাউন্টারের সামনে ঢাকা অভিমুখী লেনের পাকা রাস্তা থেকে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. শরীফ আহম্মেদ (২০) এবং মো. শান্ত (২১)। তারা উভয়েই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় বেলাব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে শনিবার (২০ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিরস্ত্র) জামিরুল ইসলামের নেতৃত্বে অপর একটি অভিযান পরিচালিত হয়। নরসিংদী মডেল থানাধীন ঘোষপাড়া এলাকায় ফজলুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— পিয়ারী বেগম (৬০), রাজিয়া বেগম (২৫) ও আনু বেগম ওরফে অনু (৩৭)। তারা সবাই নরসিংদী সদর উপজেলার ঘোষপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ জানায়, নরসিংদী জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















