রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ৩১ সদস্যের জেলা সমন্বয় কমিটি। শনিবার (১৪ জুন) কেন্দ্রীয় কমিটির অনুমোদনের ভিত্তিতে এ কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ও এনসিপির কেন্দ্রীয় ভেরিফায়েড পেজে প্রকাশ করা হয়।
‘জুলাই বিপ্লবের অন্যতম শক্তি’ হিসেবে নিজেদের পরিচয় দেওয়া এই নতুন রাজনৈতিক দল দেশজুড়ে সাংগঠনিক কাঠামো গঠনে কাজ করছে। এরই অংশ হিসেবে নরসিংদীতে ঘোষিত হলো জেলার প্রথম রাজনৈতিক কমিটি।
ঘোষিত কমিটিতে আওলাদ হোসেন জনি কে প্রধান সমন্বয়কারী এবং ওমর ফারুক খান কে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। এই কমিটির অনুমোদন দেন দলের সদস্য সচিব আখতার হোসেন ও প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
কমিটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে। অভিনন্দন বার্তা, শুভেচ্ছা এবং শুভকামনায় মুখর হয়ে ওঠে এনসিপি’র জেলা পর্যায়।
নরসিংদী জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ওমর ফারুক খান বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আমরা রাজপথে লড়াই করেছি। এখন জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগঠিতভাবে কাজ করব—মনপ্রাণ দিয়ে।”
নতুন কমিটিতে আরও রয়েছেন: আবির মৃধা, এম আর ফারাবি, আশরাফুল পলাশ, আখতার হোসেন সুহেল, রফিকুল ইসলাম সুজন, সামিয়া সরকার, তাসমিয়া রহমান মিম, রাজিয়া সুলতানা প্রমুখ নেতৃবৃন্দ।
এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগ পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং এনসিপি’র জেলা পর্যায়ের কর্মকাণ্ড তদারকি করবে। নরসিংদীতে এটি এনসিপির প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক কমিটি হিসেবে বিবেচিত।
জাতীয় নাগরিক পার্টি তাদের রাজনৈতিক অভিযাত্রায় নতুন দিগন্তের সূচনা করল নরসিংদীতে। নেতাকর্মীদের মতে, এই কমিটি আগামীর রাজনীতিতে একটি সংগঠিত ও কার্যকর ভূমিকাই নয়, জনগণের স্বার্থে নতুন কণ্ঠস্বর হয়ে উঠবে।