close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নরসিংদীতে হেফাজতে ইসলামের ১৫১ সদস্যের জেলা কমিটি ঘোষণা, ঢাকায় মহাসমাবেশ সফল করার আহ্বান..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নরসিংদীতে হেফাজতে ইসলামের ১৫১ সদস্যের জেলা কমিটি ঘোষণা, ঢাকায় মহাসমাবেশ সফল করার আহ্বান..

রিপোর্ট মেহেদী হাসান: হেফাজতে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।  
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শাইখুল হাদীস আল্লামা বশিরুদ্দীন।

সভায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ওলামায়ে কেরামের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।  
নতুন কমিটিতে আল্লামা বশিরুদ্দীনকে প্রধান উপদেষ্টা, হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকারকে সভাপতি, মাওলানা রশীদ আহমাদকে সিনিয়র সহ-সভাপতি এবং মাওলানা ইসমাঈল নূরপুরীকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী।  
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ এবং প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা আলী আহমাদ আল হুসাইনী, মাওলানা আব্দুন নূর, মাওলানা মকবুল হুসাইন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মজিবুর রহমানসহ জেলার শীর্ষ ওলামায়ে কেরাম।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন পেরিয়ে গেলেও ফ্যাসিবাদী সরকারের সময় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”  
তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দেশের আলেমসমাজের ওপর করা এই অবিচার অবসান করা।”

সভায় আগামী ৩ মে ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।  
নেতারা বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক সরকারের বিচার দাবিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।”

সভা থেকে তাওহীদি জনতা, ওলামায়ে কেরাম এবং দেশপ্রেমিক জনগণের প্রতি মহাসমাবেশ সফল করতে উদাত্ত আহ্বান জানানো হয়।

コメントがありません