রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর বড় বাজারে জনপ্রিয় ডায়মন্ড টেইলার্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু ভস্মীভূত হয়ে গেছে! বুধবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়।
খবর পেয়েই নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। প্রায় আড়াই ঘণ্টার লড়াই শেষে রাত দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, দোকানের ভেতর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়, এরপর হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। কাপড়ের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তেই দোকানজুড়ে লেলিহান শিখা। আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানান, প্রথমে নরসিংদী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে মাধবদীসহ আরও ৪টি ইউনিট যোগ দেয়। দোকানে প্রচুর কাপড় থাকায় আগুন দ্রুত ছড়ায় এবং ভয়াবহ আকার ধারণ করে।
প্রতিষ্ঠানটির মালিক জানিয়েছেন, আনুমানিক ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকার কাপড় পুড়ে গেছে। আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
নরসিংদীর অন্যতম জনপ্রিয় টেইলার্স সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় ব্যবসায়ী মহলে নেমে এসেছে শোকের ছায়া। ভবনের ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা পোড়া কাপড়, ছাই আর ধোঁয়ার গন্ধ এখনো জানান দিচ্ছে এক ভয়াবহ রাতের গল্প!