close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নরসিংদীতে ১২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, ৪৯ লাখ টাকা জরিমানা ও ৪ বছরের সাজা..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নরসিংদীতে ১২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, ৪৯ লাখ টাকা জরিমানা ও ৪ বছরের সাজা..

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীতে ১২টি গ্রেফতারি পরোয়ানায় পলাতক থাকা মো. মাসুদ রানা (৪২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রয়েছে ৪৯ লাখ টাকা জরিমানা ও চার বছরের সশ্রম কারাদণ্ড।

গতকাল মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মুরাকুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে নরসিংদী মডেল থানার পুলিশ।

নরসিংদী মডেল থানার ওসি মো. এমদাদুল হকের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন এসআই নাছিম মিয়া, এএসআই আল-আমিন ও এএসআই মো. সুমন মিয়া।

গ্রেফতার হওয়া মাসুদ রানা নরসিংদী শহরের এনএন্ডবি রোডের ‘মেসার্স জনতা ব্যাটারি সার্ভিস’-এর মালিক এবং স্থায়ীভাবে জেলার ভাগদী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণামূলক লেনদেনে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় মোট ১০টি চেক ডিজঅনার মামলা এবং ২টি সাধারণ গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ওসি এমদাদুল হক বলেন, “অপরাধী যেখানেই থাকুক, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। মাসুদ রানার গ্রেফতার আমাদের অব্যাহত অভিযানের একটি সাফল্য।”

আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি মামলাগুলোর কার্যক্রম চলমান রয়েছে।

Hiçbir yorum bulunamadı