রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকায় অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। শনিবার (৩০ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম (৫৫) ও তাঁর স্ত্রী আকলিমা বেগম (৪০)। তারা কলেজ পড়ুয়া ছেলেকে দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতি মোটরসাইকেলযোগে গেটবিহীন অবৈধ রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন তাদেরকে ধাক্কা দেয়। সংঘর্ষে দুজনই ঘটনাস্থলে প্রাণ হারান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দগরিয়ার মতো গুরুত্বপূর্ণ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান, সিগনাল বা সতর্কতামূলক চিহ্ন নেই। ফলে প্রায়ই ঘটছে এমন মর্মান্তিক দুর্ঘটনা।”
স্থানীয়রা দীর্ঘদিন ধরেই রেলওয়ে কর্তৃপক্ষকে এই রেলক্রসিংয়ে গেট স্থাপনের দাবি জানিয়ে আসছে। কিন্তু আজও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, এমন অভিযোগ অনেকের।
রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা জানান,
“দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			