রিপোর্ট মেহেদী হাসান: মো. ফরহাদ রেজা পরিচালনায়, গড়ে উঠছে দক্ষ জনশক্তি
নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (BTTC) আজ দেশের অন্যতম বিশ্বস্ত ও কার্যকর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানের ম্যানেজার মো. ফরহাদ রেজা-এর দক্ষ ব্যবস্থাপনায় BTTC থেকে প্রতি বছর শত শত তরুণ প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপের নানা দেশে।
কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে তারা শুধু নিজেদের ভাগ্য নয়, বদলে দিচ্ছেন পরিবারের অর্থনৈতিক চিত্রও। এসব তরুণদের অর্জিত আয় দেশের রেমিট্যান্স প্রবাহেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান।
BTTC-তে রয়েছে আন্তর্জাতিক মানের ল্যাব, অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ইন্টারন্যাশনাল ইন্সট্রাক্টর দ্বারা পরিচালিত বাস্তবভিত্তিক প্রশিক্ষণ। কোর্স শেষে শিক্ষার্থীরা পান আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদপত্র।
জনপ্রিয় প্রশিক্ষণ কোর্সসমূহ: Welding (1G–6G, 6G TIG – 2” CS/SS, MIG), Pipe Fitter ও Electrician।
BTTC-র একজন মুখপাত্র বলেন, “আমরা শিক্ষার্থীদের শুধু প্রশিক্ষণ নয়, বরং ভিসা প্রসেসিং, ভাষা শিক্ষা, মেডিকেল ও চাকরি প্লেসমেন্ট পর্যন্ত সম্পূর্ণ সহায়তা দিয়ে থাকি। লক্ষ্য একটাই—দক্ষ ও আত্মবিশ্বাসী যুবশক্তি তৈরি করা যারা বৈধ পথে বিশ্ববাজারে কাজ করতে পারবে।"
বিদেশফেরত অনেক প্রশিক্ষণার্থী দেশে ফিরে এখন উদ্যোক্তা। কেউ গড়েছেন নিজের ওয়ার্কশপ, কেউবা প্রশিক্ষণ কেন্দ্র—সবকিছুর পেছনে BTTC-র অনুপ্রেরণা ও অবদান।
এক অভিভাবকের ভাষায়, “সন্তানকে বিদেশে পাঠাতে ভয় লাগত, কিন্তু BTTC আমাদের সেই ভয় দূর করেছে। দিয়েছে নিরাপদ ভবিষ্যতের আস্থা।”
যোগাযোগ করুন আজই – দক্ষতার পথ ধরেই শুরু হোক আপনার উন্নত জীবনের যাত্রা!বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (BTTC)
ঠিকানা: নোয়াকান্দা নতুন বাজার, পলাশ, নরসিংদী। মুঠোফোন: ০১৯২৪-০৩৩২৮৯



















