আই নিউজ বিডি অনলাইন ডেস্ক | ১০ মে ২০২৫
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রিমনের বড় ভাই রৌজদীকে র্যাবের একটি বিশেষ দল গ্রেফতার করেছে। শুক্রবার (১০ মে) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন রৌজদী। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করে র্যাব।
প্রসঙ্গত, রৌজদীর ছোট ভাই রিমন বর্তমানে নিষিদ্ধ ঘোষিত নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন এবং তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।
রৌজদীর গ্রেফতারের খবরে নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত র্যাবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্ট: গৌরব সাহা
আই নিউজ বিডি, নরসিংদী জেলা
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			