close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাচন সম্পন্ন: উৎসবমুখর পরিবেশে ভারসাম্যপূর্ণ নেতৃত্বের জয়জয়কার..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাচন সম্পন্ন: উৎসবমুখর পরিবেশে ভারসাম্যপূর্ণ নেতৃত্বের জয়জয়কার..

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীতে অনুষ্ঠিত হলো ডায়াবেটিক সমিতির ২০২৫-২৮ মেয়াদের নির্বাহী পরিষদের নির্বাচন, যা একদিকে ছিল উৎসবের রঙে রাঙানো, অন্যদিকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণে মুখর ছিল সমিতির কার্যালয় চত্বর। প্রার্থীদের আন্তরিক উপস্থিতি, সমর্থকদের প্রাণবন্ত স্লোগান আর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পুরো নির্বাচনী দিনটি রূপ নেয় এক আনন্দঘন গণতান্ত্রিক উৎসবে।

মোট ১৭টি পদের মধ্যে ভোট অনুষ্ঠিত হয় ১৫টিতে। সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ও কোষাধ্যক্ষ দুলাল মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,  সহ-সভাপতি (৩টি পদে) প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন  
- সাধারণ সম্পাদক পদে ২ জন  
- যুগ্ম সম্পাদক (২টি পদে) ৪ জন  
- নির্বাহী সদস্য (৯টি পদে) ১৮ জন প্রার্থী।

সহ-সভাপতি (৩ জন):
- আবু ছালেহ চৌধুরী — ১০০ ভোট  
- চৌধুরী মো. ইয়াহিয়া — ৯২ ভোট  
- পরেশ সূত্রধর — ৮৭ ভোট  

সাধারণ সম্পাদক:
- মো. নূরুল আমিন — ১০৩ ভোট  

যুগ্ম সম্পাদক (২ জন):
- মো. নাজমুল হক ভূঁইয়া — ১০৩ ভোট  
- মলয় কুমার বর্মণ — ৯২ ভোট  

নির্বাহী সদস্য (৯ জন):
- এম. এ বাশার বাচ্চু — ১১১ ভোট  
- মো. কাজিম উদ্দিন — ১০৭ ভোট  
- আ. বাছেদ মিয়া — ১০০ ভোট  
- মো. রাসেল বিন হাসানাত — ৯৭ ভোট  
- স্বপন কুমার সাহা — ১০৩ ভোট  
- সলিমুল্লাহ ভূঁইয়া — ৯৩ ভোট  
- মো. আজহার উদ্দিন — ৮৯ ভোট  
- মো. মাসুদুর রহমান মাসুদ — ৮৯ ভোট  
- শংকর লাল সাহা — ৮৮ ভোট  

নির্বাচনে অংশ নেয় দুটি প্রধান প্যানেল— আবু ছালেহ চৌধুরী ও নূরুল আমিন পরিষদ এবং ডা. হাসান আল জামী ও আমিনুল হক বাচ্চু পরিষদ।

ফলাফলে উভয় পক্ষ থেকেই প্রার্থীরা বিজয়ী হওয়ায় নতুন নির্বাহী কমিটিতে প্রতিফলিত হয়েছে ভারসাম্যপূর্ণ নেতৃত্ব ও অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব। সদস্যদের মতে, এটি সমিতির ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

নির্বাচনকালীন ছিল কড়া নিরাপত্তা। নির্বাচন কমিশন, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক তদারকিতে ভোটগ্রহণ হয় নির্বিঘ্ন ও সুশৃঙ্খল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত কমিটির হাত ধরে নরসিংদী ডায়াবেটিক সমিতির সেবাখাত হবে আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব।

কোন মন্তব্য পাওয়া যায়নি