close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নরসিংদী আদালতে চাঞ্চল্য: হাতকড়াসহ উধাও আসামি!

Gourob Shaha avatar   
Gourob Shaha
রিপোর্ট: গৌরব সাহা
জেলা প্রতিনিধি, আই নিউজ বিডি
তারিখ: ১৪ জুলাই ২০২৫
নরসিংদী..

আজ সোমবার, ১৪ জুলাই ২০২৫, দুপুরে নরসিংদী জেলা জজ আদালতের ম্যাজিস্ট্রেট কোর্টে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে। অটোরিকশা চুরির মামলায় আটক একজন আসামি কাঠগড়া থেকেই পালিয়ে যায়!

 

পলাতক ওই আসামির নাম রিয়াজুল ইসলাম হৃদয়, বাড়ি রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামে। তিনি ওই গ্রামের দানা মিয়ার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই তাকে একটি অটোরিকশা চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ। আজ তাকে আদালতে তোলা হলে, কোর্ট প্রাঙ্গণের কাঠগড়া থেকে সবার চোখের সামনে সাহসিকতার সঙ্গে পালিয়ে যায় সে।

 

ঘটনার পরপরই আদালত এলাকায় উৎকণ্ঠা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে পলাতক আসামিকে ধরতে।

 

🔍 এ ঘটনায় আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

Aucun commentaire trouvé


News Card Generator