শুক্রবার (২৩ মে) সকাল দশটায় উপজেলার হরিতকিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে বিভিন্ন স্কুলের চতুর্থ থেকে দশম শ্রেণীর তালিকাভুক্ত ৫০ জন নৃত্য শিল্পীরা এতে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে জয়পুরহাট থেকে আসা তিনজন বিচারকদের মাধ্যমে ক খ ও গ গ্রুপের তিনজন করে ৯ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের নৃত্য সহায়তাকারী ইকবাল হোসেন জয়, ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, জ্যোতি রায়, মাসুদ প্রামানিক, এরিকা মারান্ডি, এলভিনা হাজদা প্রমুখ।