নওগাঁর ধামইরহাটে শিশু কল্যাণে ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা অনুষ্ঠিত ..

মো. রিফাতুল হাসান চৌধুরী avatar   
মো. রিফাতুল হাসান চৌধুরী
নওগাঁর ধামইরহাটে দুইদিন ব্যাপী শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা করেছে ওয়ার্ল্ড ভিশন, ধামইরহাট এপি।..

 বুধবার (২৮ মে) সকাল সাড়ে নয়টায় ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজ হলরুমে এর উদ্বোধন করেন চাপাইনবয়াবগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার জেমস্ বিশ্বাস। এবং পরের দিন বৃহস্পতিবার বিকেলে এপি, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে কর্মপরিকল্পনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

 ওয়ার্ল্ড ভিশন জানায়, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিনিধি, এলাকার নেতৃবৃন্দ, অভিভাবক, এনজিও ও ধর্মীয় প্রতিনিধি, যুব ও শিশু প্রতিনিধিসহ উপজেলার আট ইউনিয়নের সরকারি বেসরকারি প্রতিনিধিদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের পঞ্চবার্ষিক উপলক্ষে শিশুকল্যানের উপর কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। 

 এদিন প্রতিটি ইউনিয়ন থেকে আসা প্রতিনিধিরা স্ব স্ব ইউনিয়ন এলাকার ম্যাপ এবং দেয়ালিকায় পরিবারের আর্থিক অস্বচ্ছলতা, মা ও শিশুর অপুষ্টি, মাদক, মানসম্মত শিক্ষার অভাবসহ এলাকার বেশ কিছু সমস্যার যৌথ পরিকল্পনা দেয়ালিকা, ম্যাপ এবং পোষ্টারে লিখনির মাধ্যমে তুলে ধরেন। এবং অগ্রাধিকার ভিত্তিতে পাঁচটি সমস্যাকে ভোটাভুটির মাধ্যমে কর্মপরিকল্পনার জন্য নির্বাচিত করা হয়। 

 এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ওয়াজেদ আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, ধামইরহাট থানার এএসআই উজ্জল মিয়া, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিশ তপ্ন, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার মুকুল বৈরাগী, সুরভি আক্তার, রোজালিন মিতু কোড়াইয়া, বেনিদুয়ার ধর্মপল্লীর ফাদার মাইকেল প্রমুখ।

Walang nakitang komento


News Card Generator