বুধবার (২৮ মে) ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আশিষ কুমার সরকার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পুষ্টি বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে ধারনা প্রদান করেন ডা. মো. মিজানুর রহমান। এরপর বক্তারা প্রত্যেক শিশুর অভিভাবকের নিকট পুষ্টি বিষয়ে সচেতন করার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, প্রভাষক সুলতান মাহমুদ ও স্থানীয় সাংবাদিকগণ।