বুধবার (২৮ মে) সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মেহেদি হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. জেসমিন আক্তার। এসময় জালনোট চিহ্নিতকরণ সম্পর্কে ধারনা প্রদান করেন রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক (ক্যাশ) সুকুমার সরকার।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্যাংক কর্তৃপক্ষের এমন সচেতনতামুলক কর্র্মশালা ক্রেতা-বিক্রেতাদের বড় ধরনের আর্থিক প্রতারনা থেকে অনেকটা রক্ষা করবে বলে উপস্থিতগণ মনে করেন।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট শাখার সোনালী ব্যাংকের ম্যানেজার এস বুলবুল আহমেদ, রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) রেজাউল করিম, সমন্বয়কারি উপপরিচালক হাসিবুর রহমান, বিশেষ অতিথি ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, নওগাঁ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের প্রিন্সিপাল অফিসার ফজলে রাব্বি, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানি ও জগতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলুন সরদার প্রমুখ।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
নওগাঁর ধামইরহাটে জালনোট প্রচলন প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত ..


Ingen kommentarer fundet