বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে আড়ানগর ইউনিয়নের বড়থা বাজার থেকে বাড়ী ফেরার পথে দূর্বৃত্তের হামলার শিকার হয় বংশিবাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে ছাগল ব্যবসায়ী মো. উজ্জল হোসেন (৩০)। পরে রাস্তায় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হত উজ্জলকে তারা সন্ধ্যার পর বড়থা বাজারে দেখেছিলো। এরপর রাত আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে আড়ানগর ইউনিয়নের বড়থা বাজার থেকে নিজ বাড়ী যাবার পথে শিমুলতলী এলাকায় উজ্জলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান। এরপর একটি ভ্যানে করে গুরুতর আহত অবস্থায় উজ্জলকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার থাকে মৃত ঘোষণা করে।
নিহতের স্ত্রী শাকিলা জানায়, উজ্জল হোসেন বিভিন্ন গ্রামে ও হাটে ছাগল ব্যবসা করতেন। তার ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে এখন তারা দিশেহারা। তবে তার শাশুড়ি নিহত উজ্জল হোসেনের মা নাসিমা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান জানায়, পুলিশ হাসপাতালে মৃতের লাশ পরিদর্শণ করেছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ধামইরহাট থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সন্দেহভাজন আরিফ হোসেন ও সাগর নামে ২ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।