নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন এবং আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দুইটার দিকে আধাইপুর ইউনিয়নের চকবনমালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিএনজি চালিত অটোরিকশা এবং একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামের বাসিন্দা ছুনচা মহন্তের ছেলে কার্তিক মহন্ত (৫২)। তিনি পেশায় একজন প্রেস ব্যবসায়ী ছিলেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন সদর ইউনিয়নের গোরশাহী গ্রামের মৃত আফছার আলীর ছেলে সিএনজি চালক বিপ্লব হোসেন, ভটভটি চালক এমরান আলী (রানা) এবং সিএনজি যাত্রী আনিছুর রহমান। আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভটভটি চালক এমরান আলী (রানা) জানান, তিনি তুষ বোঝাই করে গোবরচাঁপা অভিমুখে যাচ্ছিলেন। এ সময় সিএনজি চালিত অটোরিকশাটি দ্রুতগতিতে এসে ভটভটিকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এমরান আলী বলেন, 'তারপর কি ঘটেছে আমি বলতে পারবো না। রাস্তার লোকেরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।'
সিএনজির যাত্রী আনিছুর রহমান বলেন, 'আমি গোবরচাঁপাহাটে সিএনজিতে উঠেছি রাজশাহী যাওয়ার জন্য। চকবনমালী স্কুল পার হয়ে আসার পর বিপরীত দিক থেকে আসা তুষ ভর্তি ভটভটির সাথে ধাক্কা লেগে আমরা ছিটকে পড়ে যাই। স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে যায়।' তিনি আরো বলেন, সিএনজির গতি বেশি ছিল এবং সিএনজি ভুলপথে (রং সাইডে) ছিল। সিএনজি চালকের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সিএনজির অতিরিক্ত গতির কারণে এবং চালকের ভুলপথে (রং সাইডে) চালনার ফলে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, 'ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে, অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।'
এই দুর্ঘটনাটি স্থানীয়দের মাঝে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে। সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন ও ট্রাফিক বিভাগের প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা। বিশেষজ্ঞরা মনে করছেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন আরও কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সমন্বিত প্রচেষ্টা জরুরি।