close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নওগাঁর মান্দায় চলন্ত পাথরবোঝাই পিকআপের ধাক্কায় বাইসাইকেল আরোহী সাদেক আলী ঘটনাস্থলেই নিহত হন। সকালে কাজের উদ্দেশ্যে বের হয়েই প্রাণ হারালেন এই বৃদ্ধ।..

নওগাঁ জেলার মান্দা উপজেলায় রবিবার (২৯ জুন) সকালের শান্ত সময় হঠাৎ করেই রক্তাক্ত হয়ে ওঠে।
নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকঠি মোড়ে ঘটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, যেখানে প্রাণ হারিয়েছেন ৬০ বছর বয়সী এক সাধারণ গ্রামবাসী — সাদেক আলী মোল্লা।

সকাল সাড়ে ৯টার দিকে, প্রতিদিনের মতো বাইসাইকেল চালিয়ে নিজ গন্তব্য মান্দা সদরে যাচ্ছিলেন তিনি। কিন্তু সেই যাত্রা আর শেষ হয়নি। বিপরীত দিক থেকে ছুটে আসা একটি পাথরবোঝাই পিকআপ ভ্যান আচমকাই সাদেক আলীর সাইকেলের উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই ছিটকে পড়েন তিনি, এবং মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

সাদেক আলী মোল্লা নওগাঁ জেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং মরহুম আমির উদ্দীনের ছেলে। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, তিনি অত্যন্ত সজ্জন ও নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। প্রতিদিনের মতো তিনি সেদিনও কাজে বের হয়েছিলেন, কিন্তু ঘরে আর ফেরা হয়নি।

ঘটনার পর পরই মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পিকআপ ভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মহাসড়কে বড় যানবাহনের বেপরোয়া গতি প্রায় সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। নীলকঠি মোড় এলাকায় এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু যথাযথ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বা সড়ক নিরাপত্তা ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি।

তারা দাবি জানিয়েছেন—এ ধরনের দুর্ঘটনা রোধে অবিলম্বে মহাসড়কে গতিরোধক স্থাপন, ট্রাফিক চেকপোস্ট বসানো এবং চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হোক।

সাদেক আলীর মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই তার পরিবারে শুরু হয় হৃদয়বিদারক কান্না। সন্তান ও স্বজনদের আহাজারিতে গোবিন্দপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। অথচ এই দুর্ঘটনার জন্য এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এলাকাবাসীর প্রশ্ন—একজন নিরীহ মানুষ এমনভাবে প্রাণ হারালেন, কিন্তু দায় কার?

স্থানীয়দের মতে, পাথরবোঝাই যানবাহনের চালকরা অধিকাংশ সময়ই গতি নিয়ন্ত্রণ না করেই চলাফেরা করে। ফলে এমন দুর্ঘটনা রোজকার ঘটনায় পরিণত হয়েছে।
তারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে

No se encontraron comentarios