close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নওগাঁয় অবৈধভাবে ২৩৮ টন ধান চাল মজুত 'গুদাম সিলগালা

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
নওগাঁয় অবৈধভাবে ২৩৮ টন ধান চাল মজুদ করার অভিযোগে এক চাল কল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে মজুতকৃত ২০৩ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল সহ গুদাম সিলগালা করা হয়েছে। ..

নওগাঁয় ২৩৮ টন ধান চাল অবৈধভাবে মজুত,গুদাম সিলগালা। 

সোমবার (১৭ মার্চ) বিকালে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ নির্দেশনা দেয়। 

অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয়,নওগাঁ জেলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরান সহ জেলা খাদ্য বিভাগের বিভিন্ন পর্য়ায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরান জানান,অবৈধ মজুতের কারনে মিলার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে চালের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক ও খাদ্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে শহরের পার নওগাঁ সুফিয়া অটোমেটিক রাইস মিলে বিধি বহির্ভূতভাবে ধান ও চাল মজুদ করা অবস্থায় পাওয়ায় পর এই মিলের মালিক শফিকুল ইসলাম নাথুর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়। চাল ও ধানের গুদাম সিলগালা করা হয়। 

Keine Kommentare gefunden


News Card Generator