নজরুলের জন্মজয়ন্তীতে জাতীয় স্বীকৃতির দাবিতে ত্রিশালে মানববন্ধন..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
সোমবার সকাল ১০ টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এক বিশাল কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। ‘আমরা ত্রিশালবাসী’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে জাতীয় পর্যায়ে নজরুলের জন্মবার্ষিকী উদযাপনের জোর দাবি জানানো হয়েছে।

আগামী ১২ মে ২০২৫, সোমবার সকাল ১০ টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি। আয়োজকরা জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি প্রতীকী কর্মসূচি নয়; বরং ত্রিশালের জনমানুষের প্রাণের দাবি ও জাতীয় স্বীকৃতির আকাঙ্ক্ষার প্রকাশ।

এই কর্মসূচিতে ত্রিশালের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আয়োজক সংগঠন ‘আমরা ত্রিশালবাসী’ এক বিবৃতিতে জানিয়েছে, “নজরুলের শৈশব-কৈশোরের স্মৃতি বিজড়িত এই ত্রিশালেই তাঁর জন্মবার্ষিকী জাতীয়ভাবে উদযাপন করা হোক—এটাই আমাদের দাবি। এটি শুধু ত্রিশালের দাবি নয়, এটি বাংলাদেশের সংস্কৃতির স্বার্থেই গুরুত্বপূর্ণ।”

আসন্ন কর্মসূচি সফল করতে ইতোমধ্যেই ত্রিশালে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রত্যাশা করা হচ্ছে, এই আয়োজন নজরুলচর্চা ও জাতীয় স্বীকৃতির দাবিকে আরও জোরদার করবে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator