close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে শাকিল - অনিক..

অনিরুদ্ধ সাজ্জাদ avatar   
অনিরুদ্ধ সাজ্জাদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।..

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মো. শাকিল বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক জনবাণীর প্রতিনিধি মো. আবু ইসহাক অনিক।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি রোকন বাপ্পি (জনকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবণ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আলাওল করিম ফয়সাল (সবুজ পত্রিকা), অর্থ সম্পাদক হৃদয় আহমেদ (সাম্প্রতিক দেশকাল), দপ্তর ও প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম (সময়রের কণ্ঠস্বর)। 

কার্যনির্বাহী সদস্য হয়েছেন মাহমুদা আক্তার নাঈমা (আমার প্রাণের বাংলাদেশ) ও মুসতারিন রহমান স্নিগ্ধা (একুশে সংবাদ)।

কমিটির সভাপতি শাকিল বাবু বলেন, ‘সংগঠনকে সক্রিয় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকবে। সত্য ও ন্যায়ের পথে থেকে কাজ করে যেতে চাই।’
সাধারণ সম্পাদক অনিক বলেন, ‘সাংবাদিকতার প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করছি। সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।’

২০২৩ সালে প্রতিষ্ঠিত এই ফোরাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত প্রতিনিধিদের নিয়ে গঠিত। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সাংবাদিকতার চর্চা ও প্রতিনিধিদের অধিকার নিশ্চিত করতে কাজ করছে।

No comments found