বলের হিসেবে ১৫৪ বলে, সেঞ্চুরির দেখা পান নিশাঙ্কা। অপর দিকে দীনেশ চান্দিমাল ও পেয়ে গেছে হাফ সেঞ্চুরির দেখা। শ্রীলঙ্কার এমন দাপুটে ব্যাটিংয়ে চাপের মুখে বাংলাদেশ।
৬৩ ওভার শেষে এক উইকেট হারিয়ে ২২৩ রান করেছে শ্রীলঙ্কা। ১১৬ রান নিয়ে উইকেটে টিকে আছেন নিশাঙ্কা। তার সঙ্গী চান্ডিমালের সংগ্রহ ৬২* রান।
বিস্তারিত জানতে চোখ রাখুন.....