close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নির্বাচনের সময় পরিবর্তনকে স্বাগত জানালো বিশ্ব ইনসানিয়াত বিপ্লব..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নির্বাচনের সময় পরিবর্তনকে স্বাগত জানালো বিশ্ব ইনসানিয়াত বিপ্লব

রিপোর্ট মেহেদী হাসান: আসন্ন জাতীয় নির্বাচনের সময়সূচিতে পরিবর্তন এনে এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে আয়োজনের সরকারি ঘোষণাকে স্বাগত জানিয়েছে মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব (World Humanity Revolution)। দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এক বিবৃতিতে বলেন, “ইনসানিয়াত বিপ্লব শুরু থেকেই বলে আসছিলো যে এপ্রিল মাস নির্বাচনের জন্য পরিবেশগত ও সামাজিকভাবে উপযোগী নয়।"

তিনি আরও বলেন, “শুধু সময় পরিবর্তন করলেই চলবে না, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে হবে। এর জন্য একটি দলনিরপেক্ষ ও পক্ষপাতমুক্ত উপদেষ্টা পরিষদ গঠন জরুরি। বর্তমান উপদেষ্টা পরিষদে যেসব দলীয় ব্যক্তি রয়েছেন, তাদের অব্যাহতি না দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না, বরং সেটি প্রশ্নবিদ্ধ হবে।”

আল্লামা ইমাম হায়াত আরও বলেন, বর্তমান বুথভিত্তিক ভোটদান পদ্ধতি অনেকাংশে অনিরাপদ এবং তা দেশের বাইরে অবস্থানরত ও অভ্যন্তরীণ নানা বাধার মুখে থাকা প্রায় অর্ধেক ভোটারের নাগালের বাইরে। তাই তিনি মোবাইলভিত্তিক আধুনিক ডিজিটাল ভোটিং পদ্ধতি চালুর জোর দাবি জানান।

তিনি উল্লেখ করেন, “মানবতার স্বার্থে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োগে সময় এসেছে ভোট ও নির্বাচন ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর আধুনিক পর্যায়ে নিয়ে যাওয়ার।"

Tidak ada komentar yang ditemukan