close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নির্বাচনের আগেই দেশে ফিরছেন তারেক রহমান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বরিশালে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপির শীর্ষ নেতা জানালেন—আগামী জাতীয় নির্বাচনের পূর্বেই দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচিত বৈঠকে এসেছে নির্বাচনের সময় এগি..

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের সাড়া ফেলতে যাচ্ছে একটি ঘোষণা। দেশের অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নির্বাচনের আগে দেশে ফিরে আসবেন বলে নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আব্দুল আউয়াল মিন্টু

রবিবার (১৫ মে) বরিশাল ক্লাবের হলরুমে মহানগর বিএনপির আয়োজনে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিন্টু বলেন, “তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বৈঠকে নির্বাচনের সময় এগিয়ে আনার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। যদি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হয়, তাহলে বুঝতে হবে সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে। এরই ধারাবাহিকতায় নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরবেন।”

এই ঘোষণায় দেশের রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নির্বাচন পূর্ববর্তী রাজনীতিতে এটি বড় ধরনের একটি মোড় আনতে পারে। তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করবে, যা নির্বাচনী লড়াইয়ে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন অনেকেই।

অনুষ্ঠানে আরও উঠে আসে—বিএনপি নির্বাচন চায়, স্থিতিশীলতা চায় এবং দেশের রাজনৈতিক বিভাজন কমিয়ে এনে একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশে বিশ্বাস রাখে। এই বিষয়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন, “দেশে বিএনপিসহ প্রায় ৬২টি রাজনৈতিক দল রয়েছে, যার বেশিরভাগই জাতীয় নির্বাচনের পক্ষে। কয়েকটি দল নির্বাচন নিয়ে আপত্তি তুললেও, সেটাকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে মূলধারার দলগুলোর অবস্থানকে গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে। এতে করে অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হবে। ব্যবসা-বাণিজ্যে গতি আসবে, কর্মসংস্থান বাড়বে এবং দেশের সার্বিক প্রবৃদ্ধি আরও বেগবান হবে। তাই আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠককে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি।”

অনুষ্ঠানে শেষে মিন্টু মহানগর বিএনপির নেতাদের হাতে সদস্য ফরম নবায়ন এবং তৃণমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম তুলে দেন। এই আয়োজনের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পরিকল্পনার কথাও জানান নেতারা।

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নেতা মাহাবুবুল হক নান্নু, এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Tidak ada komentar yang ditemukan